২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৩৭

অস্কার পেল ভারতীয় ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ 

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। এ বছর অস্কার পেয়েছে ভারতের তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

সোমবার (১৩ মার্চ) সকালে বসেছিল বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের আয়োজন। অনুষ্ঠানে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এটি নির্মাণ করেছেন কার্তিকী গনসালভেস এবং গুনেত মঙ্গা। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোয়ন পেয়েছিল তামিল ভাষার এই ছবিটি। এটি এই ক্যাটাগরিতে অস্কার পাওয়া প্রথম ভারতীয় তথ্যচিত্র।

জানা গেছ, একটি অনাথ হাতি শাবককে নিয়ে মূলত নির্মিত হয়েছে ছবিটি। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস