৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / ভোর ৫:০২

আইপিএলের পর্দা উঠবে কাল

আগামীকাল (শুক্রবার) পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ১৬তম আসরের। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। লীগ পর্বে প্রতিটি দল ৭টি করে হোম অ্যাওয়ে ম্যাচ খেলবে। ৫২ দিনে ১২টি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০টি ম্যাচ। এর মধ্যে ডাবল হেডার ডে অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ হবে ১৮টি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্বের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

উল্লেখ্য, পহেলা এপ্রিল মৌসুমের প্রথম ডাবল হেডার ডেতে মুখোমুখি হবে পাঞ্জাব-কলকাতা এবং লখনউ-দিল্লি।