২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৫৬

আজ সিশেলসের মুখোমুখি বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আজ শনিবার (২৫শে মার্চ) সিশেলসের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজ শুরুর আগে সৌদি আরবে প্রস্তুতি সেরেছে জামাল ভূঁইয়ারা। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচে প্রত্যাশিত জয় চায় বাংলাদেশ। 

এই ম্যাচ দিয়ে আসন্ন সাফের প্রস্তুতিও সারতে চায় কোচ হাভিয়ের ক্যাবরেরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মরিয়া সিশেলসও। 

বাংলাদেশে পা রেখেই অনুশীলনে ব্যস্ত ছিলো আফ্রিকার এই দেশটি। সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পৌনে চারটায়।