২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৯:০০

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুন লেগেছে। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

আজ (শনিবার) দুপুর সোয়া ১টার দিকে গুদামের খোলা স্থানে রাখা ওই টায়ারের স্তূপে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোয়া দেখা যায় ঘটনাস্থলে। রেললাইনের পাশে এ অগ্নিকাণ্ডের পর ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রাবার হওয়াতে আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।