২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৯:৪২

টঙ্গীতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ই অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুণ্ড। সে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তা‌কে কোনো কাজ দি‌লে বল‌তেন তিনি মানসিক সমস্যায় ভুগছে।

জানা যায়, নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই অন্যমনস্ক থাকতেন তিনি। সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। নিয়মিত কাজকর্ম করতেন না এই পুলিশ সদস্য।