২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৫৭

পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ভোর থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। 

ঢাকায় থাকা যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করছে। সেখানেও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল শুক্রবার পাঠানো এক বিবৃতিতে সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।