২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৯:১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্যভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত। আজ (মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে তারা এই সাক্ষাৎ করেন।

আলজেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, ফিলিস্তিন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে এসব দেশের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।