২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:২৬

বাঘারপাড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মিলনমেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত


সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া ঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র বাঘারপাড়া উপজেলা কমিটির আয়োজনে সাংবাদিক সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা ভবনের অডিটোরিয়াম হলে বিএমএসএস এর যশোর জেলা সম্পাদক মোঃ নাছিম রেজার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাই টিভির বাঘারপাড়া প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, খন্দকার আছিফুর রহমান।

বিশেষ আলোচক ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক সচিব ও যশোর-৪ আসনের নৌকা প্রতীক প্রত্যাশী আওয়ামীলীগ রাজনৈতিক ব্যক্তিত্ব বাঘারপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার অধিকারী,

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি জনাব ইকবাল কবির, বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া থানা ইনচার্জ জনাব, শাহাদত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব রহিমা খানম, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব সুজন মাহমুদ,

কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মীর দীনার হোসেন, খুলনা বিভাগীয় সম্পাদক শফিকুল ইসলাম, বিএমএসএস’র খুলনা বিভাগীয় সিনিয়র সহসভাপতি, খন্দকার আশিকুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ।

সন্মানিত অতিথি ছিলেন বিএমএসএস’র বিভাগীয় সহসম্পাদক সেলিম হোসেন, সহসম্পাদক দেবব্রত মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, বিএমএসএস’র যশোর জলা কমিটির সিনিয়র সহসভাপতি আমের আলী,

যুগ্ন সাধারন সম্পাদক মোস্তকিম আল রাব্বি সাকিব, সাংগঠনিক সম্পাদক খন্দকার তরিকুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি ইমাম হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। নেতৃবৃন্দ এ সময় বাঘারপাড়া উপজেলা কমিটির সাথে পরিচিতি হন, এবং সংবাদ ও সাংবাদিকতা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ।