২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৫২

বাঘারপাড়ায় ম্যাগনেট পিলার সহ দুইজন কে আটক করেছে পুলিশ


সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া ঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রামে অভিযান চালিয়ে কথিত ম্যাগনেট পিলার সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ ।
গতকাল রাতে ডিবির এসআই কাজী আব্দুল মান্নান ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডনের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাঘারপাড়ার বাউলিয়া গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে তোজাফফার বিশ্বাস মিনটু (৫২), ও দাউদ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম।
সূত্রে জানায় , গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে বাঘারপাড়ার আলাদিপুর গ্রামের একটি চক্র ম্যাগনেট পিলার নিয়ে দেনদরবার চালাচ্ছে । এমন খবরে গতকাল (শনিবার) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে আলাদীপুর গ্রামের মিজানুরের বাড়ি থেকে একটি ম্যাগনেট পিলারসহ ওই দুইজনকে আটক করে। এ ঘটনায় এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।