২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৫৪

বাঘারপারায় ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের শান্তি পথসভা শেষে ফ্রী মেডিকেল ক্যাম্প


সাঈদ ইবনে হানিফ ] — বাঘারপাড়ায় ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের নেতৃত্ব শেখ হাসিনার উন্নয়নের সহযাত্রী শ্লোগানে শান্তি পথযাত্রা ও র্্যলি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ অক্টোবর বিকেলে উপজেলার ষাইটখালি স্কুল মাঠে শান্তি সমাবেশ শেষে একটি র্্যলি অনুষ্ঠিত হয় । এসময় তারা দেশরত্ন শেখ হাসিনা উন্নয়ন সমৃদ্ধি ও আধুনিক বাংলাদেশের রুপকার শ্লোগান দিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়। সেখানে তিনি ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যেমে দুই শতাধিক রোগী কে চিকিৎসা সেবা দেন, যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লোকমান বিশ্বাস এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী সর্দার। মরহুম মোঃ হালিম সর্দার স্মরণে এই ফ্রী মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ করা হয় বলে জানিয়েছেন অনুষ্ঠান পরিচালনা কমিটি।