২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ১০:০৫

বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদের ২৩তম এই অধিবেশন আহ্বান করেছেন। বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

আগামীকাল সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন। যার আকার প্রায় ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। এবারের নির্বাচনের বছর হলেও বাজেটে থাকছে না কোনও চমক কিংবা নতুন বড় কোনও প্রকল্প। তেল গ্যাস বিদ্যুতের ভর্তুকি তুলে দিয়ে পরিমিত খরচের পথে হাঁটতে চায় সরকার। 

অন্যবছর মাসের শেষ দিকে বাজেট পাস হলেও, কোরবানির ঈদের কারণে চলতি বছরের বাজেট আগামী ২৫ জুন পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছর সম্ভাব্য বাজেটের আকার হতে পারে ৭৬১,৭৮৫ কোটি টাকা। আগামী অর্থবছরে ৭.৫% প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষে রয়েছে যেখানে প্রায় ৬.৫% মূল্যস্ফীতি। আগামী বছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে জিডিপি’র ৩৩.৮ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছিল।