logo
বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশেষ প্রতিনিধি” হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিলেন, নাট্যকার, কথাসাহিত্যিক ও নির্মাতা- মারুফ আহমেদ।

প্রতিবেদক
এম.এ.টি রিপন
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ

অভিযোগ নিউজ বিডি 24
সম্পাদক – মোঃ জাকির হোসেন চৌধুরী এবং

সম্পাদক জাকির হোসেন চৌধুরী, বার্তা প্রধান এম এ টি রিপনের কাছ থেকে আইডি কার্ড নিচছে মারুফ আহমেদ
অভিযোগ পরিবার এর সাথে যোগ দেওয়ার জন্য মারুফ আহমেদকে আন্তরিক শুভেচ্ছা।


“বিশেষ প্রতিনিধি” হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিলেন, নাট্যকার, কথাসাহিত্যিক ও নির্মাতা- মারুফ আহমেদ।

দৈনিক সংবাদের মাধ্যমে লেখালেখি জীবন শুরু করে, এখনও তিনি পত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি টেলিভিশন মিডিয়ায় নাটক রচনা ও পরিচালনার সাথে তিনি জড়িত। অবসরে প্রকৃতি ও মানবিক উন্নয়ন সংস্থা “বৃক্ষালয়” এর মাধ্যমে পরিবেশ, জীব- বৈচিত্র রক্ষায় সময় ব্যয় করেন এই পরিবেশপ্রিয় মানুষ।

অভিযোগ নিউজ বিডি24 অনলাইন নিউজ পোর্টাল
পরিবেশবাদী এই সাংবাদিক’র কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর- মূল্যবান লেখা পাবে বলে, সম্পাদক, সেই আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - সাক্ষাৎকার