৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / ভোর ৫:৪৭

ব্যাট করছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। আজ (সোমবার) দিনের শুরুতে ভালো শুরুর পর তামিম ইকবাল ফিরলেও অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। লিটনের অর্ধ-শতকের পর অবশ্য দলীয় রানও একশ পার করেছে টাইগাররা।

প্রথমে ব্যাট হাতে কিছুটা ধীর গতিতে শুরু করেন লিটন। তবে সময়ের ব্যবধানে লিটন হয়ে উঠেন ভয়ঙ্কর। এরপরই তিনি অর্ধশতক তুলে নেন, যা ওয়ানডেতে তার ৫ম। অন্যপ্রান্তে লিটনকে বেশ ভালো সঙ্গ দিচ্ছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেটে ১১৪ রান। শান্ত ৩২ রানে অপরাজিত এবং লিটন ব্যাট করছেন ৫৬ রানে।

এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুতে ব্যাট হাতে বেশ সংগ্রাম করতে দেখা যায় টাইগার দুই ওপেনারকে। পরবর্তীতে অবশ্য খোলস ছেড়ে বের হন লিটন-তামিম। তবে ব্যক্তিগত ২৩ রানে থাকা অবস্থায় ফিরে যান তামিম। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে অবশ্য তামিম পৌঁছে গেছেন রানের ১৫ হাজারি ক্লাবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডাইর, গ্যারেথ ডিল্যানি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর ও লরকান টাকার।