৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / দুপুর ১২:৫৬

মোহনবাগানের মুখোমুখি ঢাকা আবাহনী

এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের প্লে-অফ পর্বে আজ ভারতের মোহনবাগান ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। নিজেদের সব শেষ ম্যাচে জয় দিয়ে প্লে অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা আবাহনী।

বেশ ফুরফুরে মেজাজেও আছেন দলের ফুটবলাররা। মোহনবাগানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখে পরবর্তী পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করতে চায় আকাশি-নীল জার্সিধারীরা।

অন্যদিকে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় তুলে নিতে চায় মোহনবাগানও।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলাটি।