২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৯:৩৯

রাজধানীতে ৯ দলের সমাবেশ: যাচাই করে অনুমতি দেবে ডিএমপি

রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশের অনুমতি চেয়েছে নয়টি রাজনৈতিক দল। এ নিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, যাচাই করে কয়েকটি বড় দলকে অনুমতি দেওয়া হবে।

বুধবার (২৬ জুলাই) সকালে আশুরা উপলক্ষে হোসেনি দালানে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, কর্মদিবসে সমাবেশের কারণে জনজীবন বিপর্যস্ত হলে, ভবিষ্যতে সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

আশুরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে জানিয়ে কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের বলয় গ্রহণ করবে ডিএমপি। প্রতিবারের মতো এবারও তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন ও আতশবাজি এবং পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার বিভিন্ন দলের সমাবেশ নিয়ে কমিশনার বলেন, কর্মদিবসে সমাবেশের কারণে জনজীবনে বিপর্যস্ত হলে, জনগণ বিরক্ত হলে ভবিষ্যতে সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। সকল রাজনৈতিক দলকে ছুটির দিনে সমাবেশ করার অনুরোধ জানান কমিশনার।

সমাবেশ স্থলে লাঠি-শোটা না নিয়ে আসার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ