২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৯:২১

রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

রোববার (১২ মার্চ) সকাল ১০টায় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লিস ওয়েটলির গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত আছেন।