৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / সন্ধ্যা ৬:০৫

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাষ্ট্রপতিকে শুক্রবার (২০শে অক্টোবর) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি ভালো আছেন। গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।

এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। গত ১৬ই অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্য দেশ ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।