৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / দুপুর ১২:৫৮

শাশুড়ি হলেন ডলি সায়ন্তনী

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর বড় মেয়ে নূসরাত জাহান কথার বিয়ে সম্পন্ন হয়েছে। ধামরাইয়ের ছেলে ব্যবসায়ী সাজিদ রহমান প্রিন্সের সঙ্গে গেল ৭ অক্টোবর রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ডলি সায়ন্তনী জানান, উভয় পরিবারের সম্মতিতে এবং বর-কনের পছন্দে এই বিয়ে হয়েছে। উভয় পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও এই বিয়েতে কথা ও প্রিন্সকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, দিনাত জাহান মুন্নীসহ অনেকে।

এদিকে নতুন নতুন গান প্রকাশে যেমন ডলি সায়ন্তনী এখন আরও মনোযোগী হয়ে উঠেছেন; ঠিক তেমনি স্টেজ শোতেও ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। ডলির নিজের ইউটিউব চ্যানেল ‘ডলি সায়ন্তনী’-এর জন্যই এখন তিনি নতুন নতুন মৌলিক গান করছেন। সর্বশেষ তিনটি গান প্রকাশিত হয়েছে তার চ্যানেলে। গানগুলো হচ্ছে ‘ভবে কেউ কারও নয়’, ‘এক তরফা বাইসা ভালো’, ‘মন পবনের নাও’। এর মধ্যে ‘ভবে কেউ কারও নয়’ লালনগীতি। ‘এক তরফা বাইসা ভালো’ গানটি সুর করেছেন ও লিখেছেন রোহান রাজ। ‘মন পবনের নাও’ গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ।