logo
শনিবার , ৬ মে ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও ঋষি সুনাকের বৈঠক

প্রতিবেদক
এম.এ.টি রিপন
মে ৬, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

শুক্রবার বিকেলে লন্ডন পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বাসসকে জানায়। 

গত বছরের ২৫ অক্টোবর ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই নেতার বৈঠক হল।

জাপানে দ্বিপাক্ষিক সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে ৬ই মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ই মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

সর্বশেষ - সাক্ষাৎকার