৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ / ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি / ভোর ৫:৫৪

২৮শে অক্টোবর রাজধানীর প্রবেশপথে থাকবে চেকপোস্ট’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকায় প্রবেশের পথ বন্ধ করার বিষয়টি সঠিক নয়। তবে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর প্রবেশমুখে চেক পোস্ট বসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তিনি বলেন বিএনপির সমাবেশের বিষয়ে সিদ্বান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। 

বুধবার (২৫শে অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জনান। 

আগামী ২৮শে  অক্টোবর ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক আছে। এদিন ঢাকার প্রবেশ পথ বন্ধ করে দেবেন কি না এমন এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় প্রবেশ পথ আমরা কেন বন্ধ করবো? ব্যবসায়িক ও চাকরিসহ বিভিন্ন কাজে লোকজন ঢাকায় আসেন। পদ্মাসেতু হওয়ার কারণে অফিস-আদালত করা লোকজনও ঢাকায় আসেন। কাজেই ঢাকার পথ কেন আমরা বন্ধ করবো? ঢাকার পথ আমরা বন্ধ করবো না, তারা যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে সমাবেশ করে চলে যায়, আমাদের কিছু করার নেই। আমরা সেখানে কোনো বাধা দেব না।

জামায়াতের সমাবেশের অনুমতি সম্পর্কে তিনি আরও বলেন জামায়াত নিবন্ধিত দল নয় তাই তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হবে না ।