২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি / দুপুর ১:০২

আইসিসি এখন ভারতে ২০২১ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

করোনাভাইরাসের কারণে চলতি বছরের অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়েছে। চলতি বছরের স্থগিত হওয়া বিশ্বকাপ ২০২২ সালে আয়োজন করবে অস্ট্রেলিয়া। পূর্বের সূচি অনুযায়ী, ভারতই আয়োজন করবে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ। শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে বসার কথা ছিল নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ। ওই বিশ্বকাপও স্থগিত করেছে আইসিসি। আসরটি ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে।

২০২১ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। পরের বছরের অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপও বসবে অক্টোবর-নভেম্বরে। ফাইনাল মাঠে গড়াবে ১৩ নভেম্বর। একইভাবে ভারতে ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপও অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে। ফাইনাল হবে ২৬ নভেম্বর।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সাইনি জানিয়েছেন, এখন আমরা আইসিসির সদস্য দেশগুলোকে বড় তিনটি বৈশ্বিক ইভেন্টের ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পারছি। এর ওপর ভিত্তি করে দেশগুলো আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সূচি পুননির্ধারণ করতে পারবে।

আইসিসি এখন ভারতে ২০২১ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা এগিয়ে নেবে বলে জানানো হয়েছে। চলতি বছরের টি-২০ বিশ্বকাপে জায়গা পেতে পূর্বের নিয়ম অনুযায়ী বাছাইপর্ব উৎরাতে হবে। তবে ২০২২ সালের টি-২০ আসরের বাছাইপর্বে আসবে একটি পরিবর্তন। নারী বিশ্বকাপের বাছাইপর্বও পূর্বের মতোই থাকবে।