১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি / রাত ১০:০৪

আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার সকাল ৬টায় নিউ মার্কেট সংলগ্ন তিনতলা এই বিপণি বিতানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা উদ্ধার কাজে নেমেছে।

আগুন লাগার পরপরই নিউ সুপার মার্কেটের সামনের মিরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ওই সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নেভানোর কাজ করছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর কাজটি নির্বিঘ্ন করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশী মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ মিরপুর সড়ক হয়ে নিউ মার্কেটের দিকে যেতে দেয়া হচ্ছে না।