১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি / দুপুর ১:২৮

ওয়ানডেতে শান্তর প্রথম সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৩তম ম্যাচে এসে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন নাজমুল হাসান শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এসে দারুণ শতক তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে আইরিশরা সংগ্রহ করে ৩১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ভালোই এগোতে থাকেন শান্ত। তবে লিটন বেশিক্ষণ টেকেননি। ২ উইকেট হারানোর পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত ২৬ রানে ফিরে যান সাকিবও। সাকিব ফেরার পর ৪৯ বলে অর্ধ-শতক তুলে নেন শান্ত।

৩ উইকেট হারানোর পর নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন শান্ত। তবে শান্তকে এক প্রান্তে রেখে হৃদয় খেলতে থাকে চোখ ধাঁধানো শট। হৃদয়ও তুলে নেন ৪৯ বলে অর্ধ-শতক।

অন্য প্রান্তে শান্ত তুলে নেন ৮৩ বলে প্রথম শতক।