২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / ভোর ৫:০৪

কক্সবাজারের সব ফ্লাইট বাতিল

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট আবহাওয়াজনিত কারণে চট্টগ্রাম, কক্সবাজারের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৩ মে ও ১৪ই মে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর এর সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বাতিল ফ্লাইটগুলো কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

এদিকে, চটগ্রাম, কক্সবাজারে বিমান চলাচল বন্ধ হয়ে গেলেও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। 

রোববার (১৪ই মে) সকাল ১০ দিকে মোখা উপকূলে আঘাত হানতে পারে।  এছাড়া হতে পারে উচু জলোচ্ছ্বাস ।