২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৩:০৫

কর্মী ধরে রাখতে ছাত্রদল নেতাদের হিমশিম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে না পেরে ক্যাম্পাসের বাইরে থেকেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল। শিক্ষার্থীবান্ধব কর্মসূচি না দেওয়া, ইউনিট নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বয়সের পার্থক্য, ছাত্রলীগের হামলা ও বিভিন্ন ঘটনায় মামলাসহ নানা কারণে সংগঠনটির কর্মীর সংখ্যা কমছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংগঠনটির নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেও হলগুলোতে অবস্থান নেই ছাত্রদলের। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গত বছর থেকে মধুর ক্যান্টিনে ছাত্রদল কর্মীদের আসা শুরু হয়। তখন থেকে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও পালন করছেন তারা।