৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি / বিকাল ৪:১৯

কেনিয়াতে বন্যায় ৩২ জনের মৃত্যু

আফ্রিকার দেশ কেনিয়াতে প্রবল বৃষ্টি ও বন্যায় এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু হয়েছে। কেনিয়ার সরকার বলছে, এ নিয়ে গত এক মাসে দেশটিতে বন্যায় প্রাণহানি পৌঁছেছে ৭০ জনে। একই সঙ্গে ৮ জন আছেন নিখোঁজ আর আহত হয়েছেন আরও ২২ জন। বন্যায় বাড়িঘর হারিয়ে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। বৃষ্টিপাত বেড়ে বন্যার পানিতে রাস্তা-ঘাটে যানবাহন আটকা পড়েছে অনেক।

দেশটির রাজধানী নাইরোবির গভর্নর জনসন সাকাজা জানান, নিখোঁজদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। ভয়াবহ আকস্মিক বন্যার পরে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কিছু অংশে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়ার পরে তিনি এসব বলেন।

কিবরা, লিন্ডি, এবং মাথারে উত্তর, বাবা ডোগো, গিথুরাই এবং জিমারম্যান এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কমিউটার ট্রেন পরিষেবা।