১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি / বিকাল ৩:১৪

ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ২০

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহজাহান শাওন, মুস্তাফিজুর রহমান রুবেল, আবু জাফর, সদস্য রিয়াদ আনোয়ার হোসেন সহ ছাত্রদলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জাফর। তিনি বলেন, শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসিতে অসহায় ছিন্নমূলদের মাঝে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণের আমাদের একটা কর্মসূচি ছিলো। কিন্তু এটা শুরু করার আগেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী আমাদের উপর হামলা চালায়।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ ২০ জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।
হামলার অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা আমির হামজা বলেন, ছাত্রদল সন্ত্রাসী সংগঠন।  এরা বিভিন্ন সময় ক্যাম্পাসে ঢুকে অরাজকতার চেষ্টা করে। আজকেও শুনলাম তাই করতেছিল।ছাত্রদল কি ধরনের অরাজকতা করছেন জানতে চাইলে তিনি বলেন, খুনি জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে মিলাদ মাহফিল, খাবার বিতরণ করতেছিল। এগুলো অরাজকতা না?