২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি / রাত ১:০১

ট্রেনে কাটা পড়ল আনু মুহাম্মদের পায়ের আঙুল

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন দুর্ঘটনায় বাম পায়ের সবগুলো আঙুল হারিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ রোববার বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

আনু মুহাম্মদকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দিন খান জানান, ফুলবাড়ীতে একটি সম্মেলন শেষ করে ট্রেনে ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁও রেলগেটে চলতি ট্রেন থেকে হঠাৎ পা পিছলে তিনি পড়ে যান। এতে তাঁর বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বাম পায়ের সবগুলো আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।