২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি / রাত ১:৫১

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমের রস

বছরের এই সময়টা এতো গরমের ভেতরও অনেকেরই খুব পছন্দ। তার একমাত্র কারণ টসটসে পাকা আম। ভিটামিন এ, ভিটামিন সি, কপার ও পটাশিয়াম সমৃদ্ধ ফলের রাজা আম স্বাদ ও পুষ্টিতে অনন্য।

তবে প্রিয় ফলটি ত্বকের জন্যও খুব কাজের। উজ্জ্বলতা বাড়াতে বা ব্রণের দাগ দূর করতে আমের জুড়ি নেই।

ত্বকের যত্নেও আম যেভাবে ব্যবহার করবেন

রোদে পোড়া কালো কালো দাগ তুলতেও আমের প্যাক ব্যবহার করুন। ১ চা চামচ আমের রসের সঙ্গে ২ চা চামচ বেসন ও ১ চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানান। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে নিন।

ব্রণ দূর করতে ১ চা চামচ আমের রস, ২ চা চামচ টক দই ও ২ চা চামচ মধু দিয়ে মিশিয়ে নিন। ত্বকে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন, এবার ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ১ চা চামচ আমের রস, ২ চা চামচ ময়দা ও ১ চা চামচ মধু দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার পুরো মুখের লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এছাড়া আমের প্যাক ব্যবহারে মরা কোষ দূর হয় ও ত্বক নরম-কোমল-স্নিগ্ধ থাকে।