১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি / দুপুর ১:২৮

পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু

রবিবার (২৬ জুন) ভোর থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু পার হওয়ার জন্য রাত থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে ছিল গাড়ির দীর্ঘ সারি। 

মাওয়া প্রান্ত থেকে সকাল ৬টা বাজার দুই এক মিনিট আগে টোল আদায় শুরু হয়। এরপর জনসাধারণ পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য যানবাহন নিয়ে সেতুর ওপর ওঠে।

শুরুতে মোটরসাইকেল যাত্রীরা টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করেন। এরপর ধীরে ধীরে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, এম্বুলেন্স এবং বাস প্রবেশ করে।

৬ টি টোল কাউন্টারের মাধ্যমে টোল নেওয়া হচ্ছে। সেতু কর্তৃপক্ষ,  টোল কর্তৃপক্ষ, আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী টোলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।