১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি / সকাল ১০:৫৯

বিপিএল খেলতে আসছেন আফিদ্রি-রিজওয়ান!

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আর এবারের বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা বেড়েছে। 

কারণ জানুয়ারিতে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি)। 

ফলে এ মাসটি বাবর আজম, রিজওয়ানদের পাওয়া যেতে পারে ফ্রাঞ্চাইজি লিগে। আর এ সুযোগটিই নিতে চাইছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ক্রিকবাজের খবর, পকিস্তানের সময়ের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পাওয়ার হিটার হাসান আলিকে দলে ভেড়াতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

তবে এ বিষয়ে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, এবারের বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ থেকে।  শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এবার রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি নতুন যুক্ত হবে। সে হিসেবে বিপিএলে এবার অংশ নেবে মোট ৭টি দল। গত আসরে যা ছিল ৬টি।

এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।