১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি / সকাল ১০:৫২

বিশ্বকাপ দলে নেই নাম, পরের বিশ্বকাপ টার্গেট ইমরান তাহিরের

পরের মাসেই ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে ইতিমধ্যেই প্রায় সব দেশই নিজেদের প্রাথমিক স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে। ফ্যাফ ডু’প্লেসি, ইমরাহ তাহির, ক্রিস মরিসদের বাদ দিয়েই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। দলে নাম না থাকায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তাহির।

দলে জায়গা না পাওয়ার পর ক্ষুব্ধ তাহির এক সাক্ষাৎকারে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার দলে সুযোগ না পাওয়ায় আমি ভীষণ হতাশ। গত বছর গ্রেম স্মিথ আমায় বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করেন যা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছিল। আমি ওকে বলিও যে আমি দলে খেলতে আগ্রহী এবং গর্বিত আমাকে এহেন সম্মান প্রদর্শন করায়। ওরা আমায় প্রোটিয়া খেলোয়াড়দের গ্রুপেও রাখে। তবে তারপর আর কেউ আমার সাথে কোনোরকম যোগাযোগ করেননি।’

৪২ বছরের অভিজ্ঞ লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন লিগে এখনো চুটিয়ে খেলে যাচ্ছেন। সেইসব লিগে তার পারফরম্যান্সও বেশ চমকপ্রদ। ওইসব পারফরম্যান্সে ভর করেই পরবর্তী বিশ্বকাপে পুনরায় প্রোটিয়া দলে ফিরে আসার স্বপ্ন দেখছেন তাহির। সেই উদ্দেশ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্টে খেলা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

ওই পোস্টে তাহির লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা আমায় আমার স্বপ্নপূরণ করার সুযোগ দেয় এবং এই দেশের জার্সি গায়ে মাঠে নামা বরাবর আমার কাছে সবচেয়ে গৌরবের। আমি কখনোই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করিনি। এ বছরের বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় আমি খুবই হতাশ। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতি আমি দায়বদ্ধ থাকব এবং পরের বিশ্বকাপে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে খেলা চালিয়ে যাব।’

উল্লেখ্য, চাইলে প্রোটিয়াসহ যেকোনো দলেই নির্বাচকরা এখনো পরিবর্তন ঘটাতে পারেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস