২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:১৫

মালদ্বীপে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

কনটেইনার থেকে মার্বেল শিট আনলোড করার সময় প্রবাসী বাংলাদেশি মো. জয়নাল (৩৫) মারা যান। রবিবার বিকাল সাড়ে তিনটায় মালদ্বীপের রাজধানী মালে সিটির পার্শ্ববর্তী হুলেমালের নতুন শহরের কাস্টম জেটিতে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় অন্য আরেক প্রবাসী বাংলাদেশি মো. খোকন মল্লিক (৪০) গুরুতর আহত হয়ে মালদ্বীপের হুলেমালে হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রবাসীদের মাধ্যমে জানা যায় কনটেইনার থেকে মার্বেল শিট আনলোডিং করার সময় দূর্ঘটনাবশত মার্বেল শিটগুলো তাদের উপরে পড়ে যায়, এ অবস্থায় সকলের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন এবং খোকন মল্লিককে আইসিইউতে প্রেরণ করেন।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=3846397956&adf=3805079044&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1655092273&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Finternational%2Fnews%2F66937&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAyLjAuNTAwNS42MyIsW10sbnVsbCxudWxsLCI2NCIsW1siIE5vdCBBO0JyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTAyLjAuNTAwNS42MyJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwMi4wLjUwMDUuNjMiXV0sZmFsc2Vd&dt=1655092273783&bpp=7&bdt=575&idt=7&shv=r20220608&mjsv=m202206070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De01f16174c5a6bda-2231f5837ad100b3%3AT%3D1641986160%3ART%3D1648956869%3AS%3DALNI_MZLmgLOExgCYnGqevZFUP7nNtBI-w&gpic=UID%3D00000539b374db84%3AT%3D1652074088%3ART%3D1655091955%3AS%3DALNI_MbgcMhBqAJDAyysV88X6uRTqKkKUg&prev_fmts=0x0%2C728x90%2C1047x280&nras=1&correlator=577145211326&frm=20&pv=1&ga_vid=2082275298.1641986160&ga_sid=1655092274&ga_hid=1531492616&ga_fc=1&u_tz=360&u_his=22&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=2030&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C44763505%2C21065724%2C31067488&oid=2&pvsid=367278250007218&pem=161&tmod=936247358&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Finternational%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=128&bc=31&ifi=5&uci=a!5&btvi=1&fsb=1&xpc=qlTnvR0SPz&p=https%3A//www.bvnews24.com&dtd=11

মৃত মো. জয়নাল এর পরিচিত আত্মীয়ের কাছ থেকে জানা যায়, তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার, কাপাশিয়া থানায়, ভাকওয়াদি গ্রামে। তিনি মো সালাম পালোয়ানের পুত্র। প্রায় একযুগ আগে মালদ্বীপে আসা মৃত মো. জয়নাল অবৈধভাবে বিভিন্ন কোম্পানিতে দৈনিক কাজে কর্মরত ছিলেন। বর্তমানে মালদ্বীপ সরকারের বৈধকরণ প্রক্রিয়ায় কাগজপত্র জমাও দিয়েছিলেন সামনের কুরবানির ঈদে দেশে যাবেন বলে। আহত অপর প্রবাসী মো. খোকন মল্লিকের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নয়া-পারা গ্রামে। তিনি নাজিমুদ্দিন মল্লিকের পুত্র। তিনিও গত তিন বছর যাবত অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মালদ্বীপ পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতের প্রতি শোক জানানো হয়েছে এবং আহতের আরোগ্য কামনা করা হয়েছে।