২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / সকাল ১১:৪১

মিয়ানমারের আরেকটি শহর দখলে নিল বিদ্রোহীরা

মিয়ানমারের কারেন রাজ্যের কিয়াইকডো শহরের আরও একটি জান্তা ঘাঁটি দখলে নিয়েছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীরা। বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না সেখান থেকে পালিয়ে থাইল্যাণ্ডে আশ্রয় নিয়েছে ৪৮ জন সেনাসদস্য। 

মঙ্গলবার মোই নদী পাড়ি দিয়ে সেনারা থাইল্যাণ্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন।

এক প্রতিবেদনে গণমাধ্যম ইরাবতি জানিয়েছে, কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং পিপলস ডিফেন্স ফোর্সের সৈন্যদের দ্বারা যৌথ আক্রমণের মুখে পড়ে জান্তা সেনারা। পাঁচ দিনের যৌথ প্রতিরোধের পর মঙ্গলবার ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় সেনারা। 

এসময় ঘাঁটিতে থাকা পাঁচ সেনার মরদেহ সেইসাথে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার দাবি করেছে বিদ্রোহীরা।

আশ্রয় নেয়া জান্তা সেনাদের আটক করেছে মিয়ানমারের তাক অঞ্চলের সেনাবাহিনী। মিয়ানমারের সেনাদের সাথে থাকা অস্ত্রও বাজেয়াপ্ত করেছে থাই আর্মি।