১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি / দুপুর ২:৩৪

লিটনের জরিমানা

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন লিটন দাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আচরণ বিধি অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

এই অপরাধেই এবার লিটনের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ম্যাচ চলাকালীন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

লিটনের এমন আচরণে মাঠেই অবাক হয়েছিলেন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত। এই ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে বিপিএল ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রংপুরের আগে ব্যাট করে করা ৬ উইকেটে ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ১৮.৩ ওভারেই ম্যাচ জিতে যায় কুমিল্লা। ম্যাচ সেরা হয়েছিলেন ৮৩ রান করা লিটন।