২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / সন্ধ্যা ৬:৩০

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বেক্সিমকোকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১২০ কোটি ৪০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আজ ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৯৫২টি শেয়ার হাতবদল করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি ৬৬  লাখ ১৭ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য  ১১৫ কোটি ৯২ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৩০  লাখ ৫৩ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৭১ লাখ টাকার।

এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, ব্রাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।