৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / রাত ২:১৪

শেখ হাসিনার জন্ম না হলে পদ্মাসেতু হতো না- চিফ হুইপ

জাতীয় সংসদের প্রধান হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন এদেশ স্বাধীন হতো না। শেখ হাসিনার জন্ম না হলে পদ্মা সেতু হতো না। আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

আজ (শনিবার) মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান হুইপ এসব কথা বলেন।

নূর-ই-আলম বলেন, আজ আমরা আনন্দিত, উদ্বেলিত। আমাদের অর্থনৈতিক মুক্তির দ্বার পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, এই সেতুর জন্য দক্ষিণ বঙ্গের বহু মানুষের প্রাণ গেছে। সেতু তৈরি করে প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষকে নিরাপত্তা দিয়েছেন। 

পদ্মা সেতু তৈরির জন্য দক্ষিণবঙ্গের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না।