২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / সন্ধ্যা ৭:০৯

সন্ধ্যায় শুরু হতে পারে ঝড়-বৃষ্টি

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ (শনিবার) সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টির প্রভাব শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম এবং আশপাশের দ্বীপ ও চরগুলোয় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এ ছাড়া উপকূলের দশ জেলায় ৫ থকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

ঝড়টি সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এগুলেও এক পর্যায়ে এটি উত্তর দিকে বাঁক নিতে পারে এবং বিকাল নাগাদ উত্তর-উত্তরপূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

২৪ ঘণ্টায় এটি ব্যাপক শক্তি সঞ্চয় করতে পারে। ফলে এটি ক্রমেই বিধ্বংসী হয়ে উঠছে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার ৪ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত তুলে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।

এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।