২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি / রাত ৯:০৭

হঠাৎ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী শহর।

হঠাৎ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী শহর। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভারতে মূল কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মইরাং নামক স্থান। যা বাংলাদেশ থেকে ৪০৫ কিলোমিটার দূরে। আমাদের কম্পন অনুভূত হয়েছে মাত্র ১৫ সেকেন্ড। এটি মৃদু মাত্রার কম্পন।