২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / সকাল ৭:৩৭

হাসিনা-মোদীর জন্য আম পাঠালেন মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুধু শেখ হাসিনাই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যও আম পাঠিয়েছেন তিনি।

এছাড়া তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে আম উপহার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পশ্চিমবঙ্গের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হয়েছে নয়াদিল্লিতে।

রীতি অনুসারে, ভারতীয় কংগ্ৰেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আম উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেও উচ্চমানের আম ও সেই সাথে নিজের শুভকামনা পাঠিয়েছেন মমতা ব্যানার্জী।