৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / সকাল ৬:৩৭

১৯শে মার্চ আসছে ‘প্রিয় কমলা

ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘প্রিয় কমলা’ ১৯শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি প্রথম দিন মুক্তি পাবে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ছবিটি চ্যানেল আইয়ে প্রথম প্রদর্শিত হবে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর। তার রচিত এটিই প্রথম গান। ‘প্রিয় কমলা’র শুটিং শুরু হয়েছিল গেল ডিসেম্বরে। এ ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিপ্লব, শিশুশিল্পী আজানসহ অনেকে

ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে বাপ্পী চৌধুরীর এটি প্রথম কাজ। ‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন তিনি। জয় বলেন, যুদ্ধের সময় একেবারে অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি। এ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়। স্বাধীনতার ৫০ বছরে দেশ কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ ছবিতে