৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৩৩

২৪ ঘণ্টায় বিয়ন্সের রেকর্ড

দুই বছরের বিরতি ভেঙে গত শুক্রবার (২৯ মার্চ) প্রকাশ পেয়েছে বিয়ন্সের নতুন অ্যালবাম ‌‘কাউবয় কার্টার’। মুক্তির প্রথম দিন থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছেন এই মার্কিন সংগীত তারকা। এমনকি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের জায়ান্ট মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে নতুন রেকর্ড গড়েছে অ্যালবামটি। খবর এবিসি নিউজের।

স্পটিফাই জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় গ্র্যামিজয়ী বিয়ন্সের কান্ট্রি অ্যালবামটি এখন পর্যন্ত ২০২৪ সালে একদিনে সর্বাধিক স্ট্রিম হয়েছে। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি আরও উল্লেখ করেছে, চলতি বছর প্রথমবারের মতো কোনো কান্ট্রি অ্যালবাম তাদের সাইটে এই রেকর্ড গড়েছে।