৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / রাত ৮:৪৪

৩টি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ঘোষণা দেয়ার পরদিন ৩টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দোনেকস্ক অঞ্চলের ৩টি গ্রাম- ব্লাহোদাতেœ, নেসকুচনে ও মাকারিভকা দখলে নেয় ইউক্রেনীয় সৈন্যরা। 

বিবিসি জানায়, ইউক্রেনীয় সেনারা এই জয় উদযাপন করছেন। তবে ইউক্রেনের হাতে কোনও গ্রামের পতন হওয়ার তথ্য এখনও নিশ্চিত করেনি রাশিয়া। ওই অঞ্চলে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করার কথা বলছে রুশ বাহিনী।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা অভিযান শুরু করেছে বলে ঘোষণা দিয়েছিলেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, ব্লাহোদাতেœ, নেসকুচনে ও মাকারিভকাকেও রাশিয়ার কবল থেকে ছিনিয়ে নিজেদের দখলে নিয়েছেন ইউক্রেন।