৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / রাত ১০:২৮

৩১ রানেই ৯ উইকেট, অল-আউটের লজ্জা থেকে বাঁচল ভারত

অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দলীয় মাত্র ৩১ রানেই পড়েছে ৯ উইকেট। তবে স্বল্প রানে অল-আউটের লজ্জা থেকে বাঁচল বিরাট কোহলির দল।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ভারতের কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি। সর্বোচ্চ করেছেন মায়াঙ্ক আগারওয়াল ৯ রান।

ইনিংসের ২২ তম ওভারে কামিন্সের বলে বাম হাতে চোট পান মোহাম্মদ শামি। সেই চোট নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। এর ফলে ভারতের ইনিংস গিয়ে থামে ৩৬ রান ৯ উইকেটের বিনিময়ে। স্বল্প রানে অল-আউট হতে হলো না তাদের।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে নেতৃত্ব নিয়েছেন প্যাট কামিন্স। তিনি নিয়েছেন ৪ উইকেট ও জশ হ্যাজলউড ৫টি উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিযে যায়। ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত।

৩৬ রানে ইনিংস শেষ করায় ৮৬ রানের টার্গেট পেয়েছে অস্ট্রেলিয়া