প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, সানি দেওল, মিঠুন চক্রবর্তী। ছবির নাম ‘বাপ’। সম্ভবত এ মাসেই শুরু হতে যাচ্ছে তার শুটিং। প্রথমে মুম্বাইয়ে শুটিং শুরু হবে। অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক বিবেক চৌহান। যৌথ প্রযোজনায় জি স্টুডিও এবং আহমেদ খান।
আশির দশকে মুম্বাইয়ের অ্যাকশনধর্মী ছবিতে একচেটিয়া ছিলেন জ্যাকি, সঞ্জয়, সানি, মিঠুন। এ বার এক ছবিতে একসঙ্গে চার জনই। অনুরাগীরা মনে করছেন, এই ছবি ভেঙে দেবে পুরনো সব অ্যাকশনধর্মী ছবির রেকর্ড!
এরআগে চার অভিনেতাকে পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তবে জুটি বাঁধতে দেখা গেছে বেশকিছু ছবিতে। ‘যোদ্ধা’ ছবিতে সঞ্জয় দত্ত ও সানি দেওল একসঙ্গে কাজ করেছেন। জ্যাকি ও সঞ্জয় ছিলেন ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকি শ্রফকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। পর্দা ভাগ করেছেন মিঠুন আর সানি দেওল।
বলিউডের এই চার সুপারস্টারের অ্যাকশন ছবির জনপ্রিয়তাই বলে দেয়, অনুরাগীরা তাদের সে ভাবেই পর্দায় দেখতে ভালোবাসেন। চার মূর্তিই হাজির নতুন ছবিতে। ফলে বড়সড় ধমাকার অপেক্ষায় রয়েছে বলিপাড়াও। ছবির আনুষ্ঠনিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, ২০২৩-এ ছবি মুক্তির কথা ভেবে রেখেছেন প্রযোজক।
আপনার মতামত লিখুন :