১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি / বিকাল ৪:১৫

সীতাকুণ্ডের ধ্বংসস্তূপ থেকে আরও ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ৬৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। স্বল্প পরিসরে কন্টেইনারের ভেতরে আগুন জ্বললেও তেমন কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে, আজ ঘটনাস্থল থেকে আরো দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। 

এদিকে মঙ্গলবার (৭ জুন)  দুপুর পর্যন্ত ২৫ জনের লাশ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বাকি ১৬ জনের লাশ শনাক্তে ৩৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।

দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে। 

উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের এ ঘটনা ঘটে। কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পার অক্সাইডের কনটেইনার থাকায় সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে এ পর্যন্ত মারা গেছেন ৯ দমকল কর্মীসহ ৪৩ জন। আহত দুই শতাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।