১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি / সকাল ১০:৪৪

ঈদে টানা ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা বন্দরের আমদানি-রপ্তানি

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এসময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত (ইমিগ্রেশন) ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

বুধবার (০৩ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়ক পথে চার দেশের সঙ্গে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা হয়ে থাকে বাংলাবান্ধা স্থলবন্দরে। কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ আসায় ছুটির বিষয়টি বিবেচনা করে সাংগঠনিক আলোচনার শেষে সংশ্লিষ্ট সবাইকে চিঠির মাধ্যমে বুধবার সকাল থেকে বন্ধের বিষয়টি অবগত করা হচ্ছে।

আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল (মঙ্গল থেকে রোববার) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।