২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি / দুপুর ১২:৫৩

চলে গেলেন শিল্পী জানে আলম

আশির দশকের সাড়া জাগানো সংগীত শিল্পী জানে আলম আর নেই। আজ মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষে নিঃশ্বাস ত্যাগ করলেন।

সঙ্গীত প্রযোজনা সংস্থা লেজার ভিশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন। মাজহারুল ইসলাম বলেন, “জানে আলম করনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। করোনা থেকে সুস্থ হলেও তার অসুস্থতা নিউমোনিয়ার দিকে চলে যায়। আজ অবস্থার অবনতি হলে তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল। তবে শেষ রক্ষা হল না আর কি।”

পপ শিল্পী তকমা জড়ালেও জানে আলমের বেশিরভাগ গান আধ্যাত্মিক-পল্লী ঘরানার আধুনিক ধাঁচের। ‘স্কুল খুইলাছেরে মওলা’, ‘একটি গন্ধমেরও লাগিয়া’সহ বিভিন্ন জনপ্রিয় গান রয়েছে তার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রথম অ্যালবাম ‘বনমালি’ যা ছিল লং প্লে, সেটা প্রকাশের পরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার গাওয়া গানের সংখ্যা প্রায় চার হাজার। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।