৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি / বিকাল ৪:০৯

জসিম মোল্লা কে তিনি?

জসিম মোল্লা করোনার মহাদূর্যোগে মানব সেবায় অবিচলঃ-
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,বর্তমান সমাজে কথাটির তাৎপর্য ফিকে হতে বেসছে। এমনই
একটা সময়, করোনার করাল গ্রাসে পৃথিবী বিপর্যস্থ। করোনা
মহামারী না এলে হয়তো বুঝতে কষ্ট হতো মানুষ কি না করতে পারে?
প্রয়োজনে তার নিজের জীবন বিলিয়ে দিতেও কুন্ঠাবোধ করেনা। তার প্রকৃষ্ঠ উদাহরণ শ্রীনগরের জসিম মোল্লা। বাংলাদেশ এক্স- ক্যাডেটস এসোসিয়েশন জাতীয় নির্বাহী পরিষদ সদস্য, মুন্সিগঞ্জ ইউনিট সভাপতি, সুজন-সুশাসনের জন্য নাগরিক মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক-ও পিপিজি
কোয়ার্ডিনেটর, ফ্রেন্ডস্ সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান ও বাগবাড়ী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি।ব্যক্তিগত জীবনে ঢাকা জজ কোর্টের
আইনজীবী মো: জসিম মোল্লা করোনা ভাইরাসের আক্রমনের
শুরুতেই মানুষের সেবায় যিনি নিজেকে নিয়োজিত রেখেছেন নানা ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে। কখনও সুজন কমিটির সভা করে সকলকে মানুষের সেবায় কাজ করার জন্য উদ্বুদ্ধ করছেন। আবার কখনও লিফলেট হাতে বেরিয়ে পড়ছেন। মানুষকে সচেতন
করছেন, তাদের ডেকে বলছেন ভাই ঘর থেকে বাইরে বের হবেন না। আপনার জীবন আপনাকেই রক্ষা করতে হবে। জীবন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আবার তাদেরকেই বলছে করোনার একমাত্র চিকিৎসা ঘরে থাকা। আবার কখনও জীবানুনাশক স্প্রে মেশিন নিজেই কাধে চাপিয়ে সারা এলাকা জীবনুমুক্ত করার জন্য
জীবানু নাশক ছিটাচ্ছে
ঘন্টার পর ঘন্টা। ১৭ মার্চ ২০২০
বিনা মেঘে বজ্রঘাত, জসিম নিজেই
নিজের কানকে বিশ্বাস করতে পার