১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি / রাত ৮:৪৩

মুন্সীগঞ্জে পুলিশী বাধায় পন্ড হয়ে গেলো ফ্রী চিকিৎসা সেবা

মুন্সীগঞ্জে পুলিশী বাধায় পন্ড হয়ে গেলো ফ্রী চিকিৎসা সেবা

২৩/৮/২০২০খ্রি. রবিবার সকাল ৮.০০ ঘটিকা থেকে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা মীর বাড়িতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু’র গ্রামের বাড়ীতে দুস্ত রুগিদের বিনা মুল্যে চিকিৎসা সেবা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়, গতকাল শনিবার রাত ৮.০০ টার দিকে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে একজন এস আই ৬-৮ জন পুলিশ নিয়ে এসে দামলা মীর বাড়িতে প্যান্ডেল এর কাজ সমাপ্ত করে যাওয়ার পথে ডেকোরেশন এর কর্মচারীদের ধমকি দিয়ে বলেন এখনই এগুলো খুলে নিয়ে যাও, এখানে কোন প্রকার অনুষ্ঠান হতে দেওয়া হবে না, উপরের নির্দেশ আছে তারপরও যদি আগামীকাল কেউ এখানে আসে তাহলে গ্রেফতার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মুন্সিগঞ্জ এর গনমানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র উদ্যোগে বন্যার্তদের জন্য জন্য ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ শিরোনামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধাণ অতিথি সহ কেন্দ্রীয় বিএনপির ডজন খানেক কেন্দ্রীয় নেতাসহ ৪০-৪৫ জন ডাক্তার ও নার্স আসার কথা ছিল, তাদের উদ্দেশ্য ছিল এলাকার শত শত বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ফ্রী চিকিৎসা ও ঔষধ দেওয়া।